বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেঘনায় যাত্রী পরিবহনের দায়ে ৩ ট্রলার আটক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ মে, ২০২১ ২৩:২৬

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ট্রলারগুলোতে গড়ে ৪০ থেকে ৫০ জন করে যাত্রী ছিল। পরে ঘাটে এনে যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে। জব্দকৃত ট্রলার ৩টি ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়েছে। 

নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহনের দায়ে ভোলার মেঘনা থেকে ৩টি ট্রলার আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

মেঘনার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে রোববার দুপুরে ট্রলারগুলো আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ইলিশা ফেরিঘাট এলাকা থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল ৩টি ট্রলার। এ সময় কোস্টগার্ডের একটি দল মেঘনায় অভিযান চালিয়ে ট্রলারগুলো আটক করে।

তিনি আরও জানান, ট্রলারগুলোতে গড়ে ৪০ থেকে ৫০ জন করে যাত্রী ছিল। পরে ঘাটে এনে যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে। জব্দকৃত ট্রলার ৩টি ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়েছে।

অভিযানের সময় ট্রলারচালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

দুর্ঘটনা এড়াতে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভোলা-লক্ষ্মীপুর নৌরুটসহ মেঘনা নদীর কয়েকটি রুটকে ডেঞ্জার জোন হিসাবে চিহ্নিত করেছে বিআইডাব্লিউটিএ। এ সময় এই রুটগুলোতে সি সার্ভে সনদ ছাড়া অন্য নৌযান চলাচলের অনুমতি নেই।

এ ছাড়া লকডাউনের কারণে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে।

এ বিভাগের আরো খবর